চিনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমির নতুন স্মার্টফোন Poco X3 এর ভারতীয় মডেল সম্প্রতি আমাদের সামনে চলে এসেছে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল এ স্মার্টফোনটি গ্লোবাল লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনে থাকছে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২G প্রসেসর। এছাড়াও ইউরোপে এই স্মার্টফোনের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। একটি ৬জিবি + ৬৪জিবি ও অপরটি ৬জিবি + ১২৮জিবি।
তবে মনে করা হচ্ছে এই স্মার্টফোনটি ভারতে আসলে একটি ৮জিবি মডেল আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণ আগে সার্টিফিকেশন ওয়েবসাইট গীকবেঞ্চ এ এই স্মার্টফোন দেখা গিয়েছে। তবে ভারতে কবে লঞ্চ হবে সে ব্যাপারে এখনও তেমন কোনো ঘোষণা করা হয়নি।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এই স্মার্টফোনের ব্যাপারে আমাদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন শাওমি Poco X3 স্মার্টফোনের ভারতীয় ভেরিয়েন্ট এ ৮জিবি ram অপশন রাখবে। এছাড়াও স্মার্টফোনে থাকছে চলেছে স্নাপড্রাগণ 732G প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট। অন্যদিকে এই স্মার্টফোনে এনএফসি সাপোর্ট থাকতে চলেছে।
গ্লোবাল ভেরিয়েন্ট এ এই স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। এতে থাকবে ৬৪+১৩+২+২ মেগা পিক্সেলের ৪ টি ক্যামেরা। এবং এই ক্যামেরার ব্যবহার করা হবে সোনি সেন্সর।
ইউরোপে এই স্মার্টফোনের ৬জিবি+৬৪জিবি মডেলের দাম রাখা হয়েছে ২২৯ eur ( ভারতীয় মুদ্রায় ১৯,৯০০ টাকা ) এবং ৬জিবি+১২৮জিবি মডেলের দাম রাখা হয়েছে ২৬৯ eur ( ভারতীয় মুদ্রায় ২৩,৪০০ টাকা )। এই স্মার্টফোন ইউরোপে কোবাল্ট ব্লু এবং শ্যাডো গ্রে রঙে পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, ভারতে যখনই স্মার্ট ফোন আসবে তখন স্পেসিফিকেশনঃ অন্যরকম হতে পারে।