চীনা স্মার্টফোন কোম্পানি Poco তাদের তরফ থেকে গ্লোবাল মার্কেটে নতুন বাজেট স্মার্টফোন Poco M3 লঞ্চ করে দিয়েছে। Poco এর নতুন বাজেট স্মার্টফোন Poco M2 এর সাক্সেসার হিসেবে লঞ্চ করেছে কোম্পানি। এই নতুন ফোনে দেওয়া হয়েছে ৬,০০০ mAh এর ব্যাটারি। এটি ছাড়া ফোনটিতে রয়েছে Snapdragon 662 প্রসেসর এবং ট্রিপল প্রাইমারী ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। তবে কোম্পানি তরফ থেকে এই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।
Poco M3 এর দাম
কোম্পানি এই ফোনটিকে দুটি র্যাম এবং স্টোরেজ বিকপ্লের সাথে লঞ্চ করেছে। প্রথম ভ্যারিয়েন্টে গ্রাহক পেয়ে যাচ্ছে ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪৯ ডলার অর্থাৎ ভারতীয় হিসেবে ১১,০০০ টাকা। অন্যদিকে অপর ভ্যারয়েন্টে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এটির দাম রাখা হয়েছে ১৬৯ ডলার। অর্থাৎ ভারতীয় হিসেবে ১২,৫০০ টাকা দেওয়া হয়েছে। এই ফোনগুলির নতুন অফারে ২০ ডলার পর্যন্ত ছাড় ও পাবেন গ্রাহকের। এই ফোনগুলি গ্রাহক ২৭ এ নভেম্বর থেকে নীল, কালো এবং হলুদ রঙ কিনতে পারবেন।
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে ৬.৫৩ ইঞ্চির একটি ফুল Hd+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি চলবে Snapdragon 662 প্রসেসরের ওপরে। অন্যদিকে গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ৪ জিবি+৬৪ জিবি এবং ৪ জিবি+১২৮ জিবি বিকল্পের সাথে। ফোনটিতে দেওয়া হয়েছে টাইপ সি কানেকটিভিটি।
এইবার কথা বলা যাক ক্যামেরা সম্পর্কে। Poco M3 তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। যেখানে গ্রাহক পেয়ে যাবেন একটি ৪৮ mp এর প্রাইমারী ক্যামেরা সাথে একটি ২ mp এর ডেপথ সেন্সার এবং একটি ২ mp এর ম্যাক্রো সেন্সার। অন্যদিকে সেলফি এই জন্য ফ্রন্টে দেওয়া হয়েছে একটি ৮ mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৬,০০০ mAh এর ব্যাটারি এবং ১৮ w এর ফাস্ট চার্জিং।