আজ আর কিছুক্ষণের মধ্যে ভারতে লঞ্চ হতে চলেছে Poco M3। Poco M3 হতে চলেছে কোম্পানি M সিরিজের অন্যতম ফোন। এর আগে কোম্পানি এই সিরিজের M2 এবং M2 Pro লঞ্চ করেছিল। আজ বিকেল ৫.৩০ টায় এক অনলাইন ইভেন্টের মাধ্যমে কোম্পানি ফোনটিকে লঞ্চ করবে৷ তবে লঞ্চের আগেই কিছু লিক হতে জানা গিয়েছে ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন।
স্পেসিফিকেশন
ফোনটিতে দেওয়া হবে ৬.৫৩ ইঞ্চির ফুল Hd+ ডট ডিউ ড্রপ ডিসপ্লে। সাথে থাকবে Snapdragon 662 প্রসেসর। ফোনটিতে ৪জিবি র্যাম দেওয়া হতে পারে। স্মার্টফোনটিতে দেওয়া হবে ৬০০০ mAh এর ব্যাটারি। অন্যদিকে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হবে ফোনটিতে।
ক্যামেরার দিক থেকে দেখলে, ফোনটিতে দেওয়া হবে ৪৮ mp এর প্রাইমারী রিয়ার ক্যামেরা। তবে বাকি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে জানা যায়নি।
দাম
সাধারণত কোম্পানি টার্গেট করে ১০-১৫ হাজার সেগমেন্টের গ্রাহকদের। তাই অনুমান করা হচ্ছে যে ফোনটিকে মিড রেঞ্জ দামে লঞ্চ করা হবে।