ভারতে Poco এর জনপ্রিয় ফোন Poco C3 এর দাম অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। যদি আপনিও Poco এর এই ফোনটি কিনবেন বলে ভেবে থাকেন, তবে এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে। নতুন বছরে চীনা কোম্পানি Poco তাদের গ্রাহকদের জন্য এনেছে একটি সুযোগ। নতুন বছরের গিফট হিসেবে এই ফোনটির দাম কমিয়েছে কোম্পানি। তবে কেবল এই স্মার্টফোনের নয়, দাম কমানো হয়েছে Poco M2 এর ও।
বর্তমান দাম
Poco তার জনপ্রিয় স্মার্টফোন Poco C3 কে আগের বছর ৩ জিবি/ ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে এবং ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের সাথে লঞ্চ করেছিল। এখন Poco C3 এর ৩জিবি+৩২ জিবি বিকল্পটির দাম কমিয়ে ৭,৪৯৯ টাকা করে দেওয়া হয়েছে। সেখানেই ৬৪ জিবি স্টোরেজ বিকল্পটির দাম করে দেওয়া হয়েছে ৮,৪৯৯ টাকা।
স্পেসিফিকেশন
জানা গিয়েছে যে Redmi 9C স্মার্টফোনের মতো এই স্মার্টফোনেও ৬.৫৩ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া ফোনে দেওয়া হতে পারে মিডিয়াটেক হেলিও জি৩৫ এর প্রসেসর। মনে করা হচ্ছে এই ফোনে ৫০০০ mAh এর ব্যাটারি দেওয়া হবে যার সাথে থাকতে পারে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
ফোনটিতে ফটোগ্রাফির জন্য থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। যেখানে দেওয়া হতে পারে একটি ১৩ mp প্রাইমারি ক্যামেরা, ২ mp এর ডেপথ সেন্সার এবং ২ mp এর ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্ট এ সেলফির জন্য থাকতে পারে ৫ mp এর একটি ফ্রন্ট ক্যামেরা ও।