চিনা স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো ঘোষণা করে দিলো তাদের প্রথম নেক্সট জেনারেশন পেরিস্কোপ ক্যামেরা। আপাতত এই ক্যামেরার শুধুমাত্র মডিউল রিলিজ করা হয়েছে, তবে খুব শীঘ্রই এই ক্যামেরা ব্যবহার করা প্রথম স্মার্টফোন মার্কেটে আসতে চলেছে বলে বিশেষজ্ঞদের মতামত।
শুধুমাত্র লেন্স নয় অপ্পো এই ক্যামেরায় সেন্সর এবং ইমেজ প্রসেসিং অ্যালগরিদম এর উপরেও অনেক কাজ করেছে। এই নতুন রিলিজ হওয়া মডিউলে দেখা গিয়েছে যে, এটি হতে চলেছে একটি ৭ এলিমেন্ট লেন্স এবং এই লেন্স ৮৫ মিলিমিটার থেকে ১৩৫ মিলিমিটার অবধি ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করতে পারে। এই ফোকাল লেন্থ ৩৫ মিলিমিটার লেন্সের সমতুল্য।
এই লেন্সের অ্যাপারচার ভ্যালু শুরু হচ্ছে f/3.3 থেকে এবং শেষ হচ্ছে f/4.4 – এ। f/4.4 এই ক্যামেরার সর্বাধিক জুম ক্ষমতা। এছাড়াও জুম এবং অটোফোকাস একসাথে অ্যাডজাস্ট করার জন্য এবং পাশাপাশি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ঠিকভাবে সামলানোর জন্য এই ক্যামেরায় নতুন ১৬ বিট হাই প্রেসিজন ড্রাইভার আইসি ব্যবহার করা হয়েছে।
এছাড়া এই ক্যামেরায় দেওয়া হয়েছে একটি বিশাল বড় সেন্সর, যাতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের রেজলিউশনের কোয়াড বেয়ার ফিল্টার। এছাড়াও ইমেজ স্টকিং এর মাধ্যমে এই ক্যামেরা ২৮০ মিলিমিটার হাইব্রিড জুম করতে সক্ষম। প্রধান ক্যামেরায় ২৬ মিলিমিটার ওয়াইড একটি লেন্স রয়েছে যার অপটিক্যাল জুম ৩.৩ গুন থেকে ৫.২ গুন। সঙ্গে এই হাইব্রিড জুম আপনাকে ১১ গুন ম্যাগনিফিকেশন দেবে।
চীনের লিস্টিং ওয়েবসাইট TENAA তে অপ্পো কোম্পানির Oppo Reno 10X স্মার্টফোনের পরবর্তী ভার্সনের একটি জুম করা ছবি উঠে এসেছে। মনে করা হচ্ছে ওই ফোনটিতে সর্বপ্রথম এই লেন্স ব্যবহার করা হবে। সেই স্মার্টফোনের কিছু ফিচার আমাদের সামনে এসেছে। এই ফোনটিতে থাকবে ৬.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 5G কানেক্টিভিটি এবং ৩,৯৪৫ mAh ব্যাটারি। এছাড়াও সূত্রের খবর অনুযায়ী, oppo বর্তমানে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার টেস্ট করা শুরু করেছে। বলে মনে করা হচ্ছে আগামী ফ্ল্যাগশিপ ফোন গুলিতে আমরা এই ক্যামেরা সেনসর এবং ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেখতে পাবো।