Oppo Reno 5 সিরিজের জন্য অপেক্ষা শেষ হতে পারে আগামী সপ্তাহেই। ভিবো এর একটি পোস্ট হতে জানা গিয়েছে যে এই ফোনটিকে Oppo লঞ্চ করবে পরের সপ্তাহে। এই সিরিজে কোম্পানি লঞ্চ করবে Reno 5, Reno 5 Pro এবং Reano 5 plus ফোন গুলিকে। ভিবো তে শেয়ার করা একটি লিক ছবি আলোড়ন সৃষ্টি করেছে ইন্টারনেট জগতে। ফোনটির ব্যাক এ দেখা যাবে গ্রেডিয়েন্ট রঙের ডিজাইন। সেই ছবি থেকে জানা গিয়েছে যে ওপরের বাম দিকে থাকবে রিয়ার ক্যামেরা।
ফোনটির ব্যাক প্যানেলে ‘Reno Glow’ এর লেখাটি দেখা গিয়েছে লিক ছবিতে। অর্থাৎ নতুন আসন্ন ফোনটির সাথে আগের ফোনটির অনেকটাই মিল রয়েছে বলা চলে। এই বছরের শুরুতে কোম্পানি Reno 4 5G সিরিজ লঞ্চ করেছিল চীনা মার্কেটে। এই সিরিজে দেখা গিয়েছিল ডায়মন্ড কাট আউট। ভিবোর পোস্টে দেখা গেছে সেই ডায়মন্ড কাট আউট আবারও।
থাকতে পারে এই বিশেষত্বগুলি
Reno 5 5G তে দেওয়া হতে পারে পাঞ্চ হোল ডিসপ্লে এর সাথে ৯০ Hz এর রিফ্রেশ রেট যুক্ত OLED স্ক্রিন। Reno 5 5G তে ৬.৪৩ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। অনুমান করা হচ্ছে যে ফোনটিতে দেখা যাবে Dimensity 1000+ এর প্রসেসর। পাওয়ার প্রদানের জন্য থাকতে পারে ৪,৩০০mAh এর ব্যাটারি।
এইবার কথা বলা যাক ক্যামেরার। যদিও কোনও তথ্যই জানা যায়নি, তবু অনুমান করা হচ্ছে যে এই ফনে থাকতে পারে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। এছাড়া সেলফির জন্য থাকতে পারে ৩২ mp এর ক্যামেরা।