জনপ্রিয় টেক কোম্পানি Oppo সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন Oppo Reno 5 5G সিরিজ। এই সিরিজে ২ টি ফোন লঞ্চ করেছে কোম্পানি। ফোনগুলি হল Oppo Reno 5 5G এবং Oppo Reno 5 Pro 5G। তবে এর সাথে লঞ্চ করা হয়নি Reno 5 Pro+ ফোনটিতে। এইবার কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে যে এই ফোনটিকে লঞ্চ করা হবে ২৪ এ ডিসেম্বর।
দেখা গেল প্রথম ঝলক
কোম্পানি কেবল লঞ্চ ডেট জানিয়েছে তা ই নয়, কোম্পানি তরফ থেকে একটি টিজার ও লঞ্চ করা হয়েছে। সেই টিজারে দেখা গিয়েছে ফোনটির প্রথম ঝলক। তবে ছবি তে দেখানো হয়েছে স্মার্টফোনটির ব্যাক প্যানেলকে।
দুটি রঙের বিকল্প
এই স্মার্টফোনে দেওয়া হবে দুটি রঙের বিকল্প। তবে টিজারে রঙ সম্পর্কে কোনও তথ্যই জানানো হয়নি। তবে লিক হতে জানা গিয়েছে যে এই ফোনে গ্রাহক পাবেন দুটি রঙের বিকল্প।