জনপ্রিয় টেক কোম্পানি Oppo লঞ্চ করে দিয়েছে তাদের নতুন Oppo Reno 5 Series। এই সিরিজে লঞ্চ করা হয়েছে Oppo Reno 5 5G এবং Oppo Reno 5 Pro 5G স্মার্টফোন। স্মার্টফোন দুটিতে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে এবং চারটি রিয়ার ক্যামেরা সেট আপ। আজ আমরা এই প্রতিবেদনে কথা বলব Oppo Reno 5 Pro 5G সম্পর্কে,
দাম
কোম্পানি এখন ফোন দুটিকে লঞ্চ করেছে চিনে। সেখানে Oppo Reno 5 5G এর দাম রাখা হয়েছে ৩,৩৯৯ ইউয়ান, অর্থাৎ ভারতীয় টাকার হিসেবে ৩৮,৩০০ টাকার সমান। চীনে এই দুটি স্মার্টফোনের সেল শুরু করা হবে ১৮ ই ডিসেম্বর থেকে।
স্পেসিফিকেশন
এই স্মার্টফনে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে। সেখানেই এই ফোনে গ্রাহক পাবেন ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। ফোনটিকে চালানোর জন্য এই ফোনে দেওয়া হয়েছে Dimensity 1000+ প্রসেসরের চিপসেট।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফনে রয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য দেওয়া হয়েছে ৩২mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৪,৩৫০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ৬৫ w ফাস্ট চার্জিং এর সাপোর্ট।