জনপ্রিয় টেক কোম্পানি Oppo কিছুদিন আগে চীনে তাদের Reno 5 সিরিজ লঞ্চ করেছিল। রিপোর্ট হতে জানা গিয়েছে যে এই ৫জি ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে ভারতে। সম্প্রতি ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইট Reno 5 Pro 5G কে দেখা গিয়েছে। সেই থেকে অনুমান করা হচ্ছে যে গ্রাহক খুব শীঘ্রই ভারতে কিনতে পারবেন এই ফোনটিকে। এই স্মার্টফোনে রয়েছে Meditek Dimensity 1000+ প্রসেসর। এই তথ্য সর্ব প্রথম শেয়ার করেছেন টিস্টার মুকুল শর্মা। সেখানে জানা গিয়েছে যে এই ফোনটিকে লঞ্চ করা হবে মডেল নং CPH2021 এর সাথে। বল বাহুল্য, চীনে সম্প্রতি কোম্পানি এই সিরিজের আরও একটি ফোনকে লঞ্চ করেছে কোম্পানি। অর্থাৎ চিনা মার্কেটে এখনও কোম্পানি লঞ্চ করেছে Oppo Reno 5 5G, Oppo Reno 5 Pro 5G এবং Oppo Reno 5 Pro 5G কে। ফোনটিকে কোম্পানি ভারতে লঞ্চ করবে ১৮ ই জানুয়ারি দুপুএ ১২ টা ৩০ এ। গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে।
দাম
কোম্পানি এখন ফোন দুটিকে লঞ্চ করেছে চিনে। সেখানে Oppo Reno 5 5G এর দাম রাখা হয়েছে ৩,৩৯৯ ইউয়ান, অর্থাৎ ভারতীয় টাকার হিসেবে ৩৮,৩০০ টাকার সমান।
স্পেসিফিকেশন
এই স্মার্টফনে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে। সেখানেই এই ফোনে গ্রাহক পাবেন ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। ফোনটিকে চালানোর জন্য এই ফোনে দেওয়া হয়েছে Dimensity 1000+ প্রসেসরের চিপসেট।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফনে রয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য দেওয়া হয়েছে ৩২mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৪,৩৫০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ৬৫ w ফাস্ট চার্জিং এর সাপোর্ট।