Oppo Reno 5 5G লঞ্চ হতে চলেছে ১০ ডিসম্বর মাসে। প্রথমে ফোনটিকে লঞ্চ করা হবে চীনে। তবে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ফোনটির প্রি বুকিং। এই ফোনটিকে Jd.com এবং Tmall রিটেলিং প্ল্যার্টফর্ম এ লিস্ট করা হয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছে ফোনটির বেশ কিছু ফিচার। চলুন জানা যাক সেই ফিচার গুলি সম্পর্কে,
Oppo Reno 5 5G এর ফিচার
Reno 5 5G এর ছবি থেকে বোঝা গিয়েছে যে কোম্পানি ফোনটিকে লঞ্চ করবে তিনটি রঙে। সেই রঙ গুলি হল গ্ল্যালাক্সি ড্রিম, আরোরা ব্লু এবং মুনলাইট নাইট রঙে। অর্থাৎ সোজা ভাষায় বললে গ্রেডিয়েন্ট সাদা, নীল এবং কালো রঙে। স্মার্টটিকে কোম্পানি তরফ থেকে লঞ্চ করা হবে ৮ জিবি +১২৮ জিবি এনং ১২ জিবি +২৫৬ জিবি বিকল্পের সাথে। তবে কোম্পানি দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রদান করেনি।
ফোনটিতে দেওয়া হবে ৬.৪৩ ইঞ্চির Oled ডিসপ্লে। পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে চলেছে এই ফোনটিতে। এছাড়া থাকতে চলেছে Snapdragon 765G প্রসেসর। এইবার কথা বলা যাক ক্যামেরার। ফোনটিতে দেওয়া হতে চলেছে ৬৪ mp এর ক্যামেরা এর সাথে কোয়াড ক্যামেরা সেট আপ। সাথে থাকতে চলেছে ৩২ mp ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হবে ৪৩৫০ mAh এর ব্যাটারি।