Oppo বৃহস্পতিবার চীনে তাদের নতুন স্মার্টফোন লেটেস্ট স্মার্টফোন Reno 5 Pro+ 5G লঞ্চ করা হয়েছে । কোম্পানির প্রিমিয়াম হেডসেট সিরিজের এটি তৃতীয় ফোন। এর আগে এই সিরিজে লঞ্চ করা হয়েছিল Oppo Reno 5 5G এবং Oppo Reno 5 Pro 5G কে। সেখানেই এইবার লঞ্চ করা হয়েছে Oppo Reno Pro+ 5G স্মার্টফোন। এই ফোনে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ১০০০+ প্রসেসরের স্থানে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। এছাড়া দেওয়া হয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে।
দাম
দামের দিক থেকে দেখতে গেলে, Oppo Reno 5 Pro+ 5G এর ৮জিবি+১২৮জিবি বিকল্পটির দাম দেওয়া হয়েছে ৩,৯৯৯ চীনা ইউয়ান অর্থাৎ ভারতীয় ৪৫,০০০ টাকার সমান। সেখানেই ২৫৬ জিবি বিকল্পটির দাম রাখা হয়েছে ৪,৪৯৯ চীনা ইউয়ান অর্থাৎ ভারতীয় হিসেবে ৫০,৬০০ টাকার সমান। ফোনটির বিক্রি শুরু হবে ২৯ এ ডিসেম্বর থেকে। তবে ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে কোনও তথ্যই দেওয়া হয়নি কোম্পানি পক্ষ থেকে।
স্পেসিফিকেশন
Oppo Reno 5 pro+ এ দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুই HD+ Amoled ডিসপ্লে। সাথে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ এর চিপসেট। ফোনটিকে লঞ্চ করা হয়েছে ৮ জিবি এবং ১২ জিবি র্যামের বিকল্পের সাথে। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৪,৫০০ mAh এর ব্যাটারি। এছাড়া রয়েছে ৬৫ w এর supervooc 2.0 ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০ mp এর রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে ১৬ mp , ১৩ mp এবং ২ mp এর তিনটি সেন্সার। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ৩২mp এর সেলফি ক্যামেরা।