চীনা মার্কেটে লঞ্চ হতে চলেছে Oppo Reno 5 5G সিরিজ। এই সিরিজে লঞ্চ করা হবে Oppo Reno 5, OPPO Reno 5 Pro এবং Oppo Reno 5 pro Plus। অনুমান করা হচ্ছে যে এই স্মার্টগুলিতে ব্যবহার করা হতে পারে ৫০mp এর sony সেন্সার। এছাড়া রয়েছে snapdragon 865 প্রসেসর। চলুন জানা যাক ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে,
দাম(সম্ভাবনা)
Oppo Reno 5 5G কে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করবে কোম্পানি। ৮জিবি+১২৮জিবি মডেলটিকে লঞ্চ করা হতে পারে CNY ৩,২৯৯ এ, যা ভারতীয় হিসেবে ৩৭,৩০০ টাকা। অন্যদিকে কোম্পানি এই ফোনটির ১২ জিবি র্যাম বিকল্পটিকে লঞ্চ করতে পারে CNY ৩,৬৯৯ অর্থাৎ ভারতীয় হিসেবে ৪২,০০০ টাকায়। অন্যদিকে Oppo Reno 5 Pro কে লঞ্চ করা হতে পারে ভারতীয় হিসেবে ৪৪,০০০ টাকার আশেপাশের দামে।
স্পেসিফিকেশন (সম্ভাবনা)
Reno 5 5G এর ছবি থেকে বোঝা গিয়েছে যে কোম্পানি ফোনটিকে লঞ্চ করবে তিনটি রঙে। সেই রঙ গুলি হল গ্ল্যালাক্সি ড্রিম, আরোরা ব্লু এবং মুনলাইট নাইট রঙে। অর্থাৎ সোজা ভাষায় বললে গ্রেডিয়েন্ট সাদা, নীল এবং কালো রঙে। স্মার্টটিকে কোম্পানি তরফ থেকে লঞ্চ করা হবে ৮ জিবি +১২৮ জিবি এনং ১২ জিবি +২৫৬ জিবি বিকল্পের সাথে। তবে কোম্পানি দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রদান করেনি।
ফোনটিতে দেওয়া হবে ৬.৪৩ ইঞ্চির Oled ডিসপ্লে। পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে চলেছে এই ফোনটিতে। এছাড়া থাকতে চলেছে Snapdragon 765G প্রসেসর। এইবার কথা বলা যাক ক্যামেরার। ফোনটিতে দেওয়া হতে চলেছে ৬৪ mp এর ক্যামেরা এর সাথে কোয়াড ক্যামেরা সেট আপ। সাথে থাকতে চলেছে ৩২ mp ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হবে ৪৩৫০ mAh এর ব্যাটারি।