চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি Oppo এর জনপ্রিয় স্মার্টফোন Oppo Find X3 এর প্রসেসর সম্পর্কে ইতমধ্যেই জানা গিয়েছে। কোম্পানির রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, Snapdragon 888 5G এর সাথে লঞ্চ করা হবে এই ফোনটিকে আগামী বছর। চীনা বৈজ্ঞানিক Henry Tang এর বক্তব্য অনুসারে Snapdragon 888 এর সাথে কোনটি লঞ্চ করায় এই ফোনটির ৫জি কানেকটিভিটি অনেকটাই বেড়ে যাবে।
লঞ্চিং
Oppo সম্প্রতি Inno Day 2020 তে জানিয়ে দিয়েছে যে Oppo Find X3 সিরিজ কে লঞ্চ করা হবে আগামী বছর অর্থাৎ ২০২১ সালে।
ফিচার
অন্য রিপোর্ট থেকে জানা গিয়েছে Oppo Find X3 স্মার্টফোনে দেওয়া হতে চলেছে 3K রেজোলিউশন এর স্ক্রিন। অন্যদিকে ফোনটিতে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হবে ৪,০০০mAh এর ব্যাটারি।
সম্প্রতি লঞ্চ হয়েছে Oppo A33 2020 । Oppo A33 এ দেওয়া হয়েছে ৯০ Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Snapdragon প্রসেসর। ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো , ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। ফ্রন্টে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।