জনপ্রিয় টেক কোম্পানি Oppo তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X2 এর ওপর ডিসকাউন্ট এর কথা ঘোষণা করে দিয়েছে। এই সময় গ্রাহক যদি ফোনটিকে কেনেন তবে তা গ্রাহক কিনতে পারবেন সবচেয়ে কম দামে। কোম্পানি Find X2 এর ওপর দিচ্ছে প্রায় ১৬,০০০ টাকা পর্যন্ত ছাড়। বর্তমান সেলে গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ৪৮,৯৯০ টাকায়। যেখানে ফোনটির আসল দাম ৬৪,৯৯০ টাকা। গ্রাহক এই দাম ফোনটিকে কিনতে পারবেন Amazon India থেকে। কোম্পানি থেকে জানানো হয়েছে যে এই অফারটি কেবল লিমিটেড সময়ের জন্য পাবেন গ্রাহকেরা। চলুন এইবার জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারে,
লিমিডেট টাইম অফার
যদি গ্রাহক Oppo Find X2 কে ই-কমার্স সাইট Amazon India থেকে কেনেন, তবে তিনি পাবেন ১৬,০০০ টাকার একটি কুপন। এই অফারটির সুবিধা নিতে গ্রাহককে Collect Coupon অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে অ্যাড নাও এ ক্লিক করতে হবে। তারপরে অন্তিম বিল এর সময় গ্রাহক যে দাম টি দেখতে পাবেন সেটি হল ৪৮,৯৯০ টাকা। এছাড়া গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ৩,০৫৯ টাকা প্রতিমাসের ইএমআই এর সাথেও।
স্পেসিফিকেশন
Oppo Find X2 তে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চির QHD+ Amoled Ultra Vision ডিসপ্লে। ফোনটিতে কোম্পানির তরফ থেকে গরিলা গ্লাস ৬ দেওয়া হয়েছে। ফোনটিকে চালানোর জন্য দেওয়া হয়েছে Snapdragon 865 প্রসেসর এবং ১২ জিবি র্যাম। স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ২৫৬ জিবি স্টোরেজ।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। প্রাইমারী সেন্সার হিসেবে ৪৮mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে দেওয়া হয়েছে ৩২mp ফ্রন্ট ক্যামেরার সাপোর্ট। ফোনটিকে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৪,২০০ mAh এর ব্যাটারি এবং ৬৫w এর supeVOOC ফাস্ট চার্জিং।