জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে মিড রেঞ্জ স্মার্টফোন Oppo A53 কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
এই ফোনটিকে সেলে গ্রাহক কিনতে পারবেন ৩,০০০ টাকা ছাড়ের সাথে। ৪ জিবি+৬৪ জিবি এর ফোনটির দাম রাখা হয়েছে ১২,৯৯০ টাকা। তবে ১২,৯৯০ টাকার ফোনটিকে গ্রাহক ৫৯০ টাকায় ও কিনতে পারবেন। কারণ রিয়েছে ১২,৪০০ টাকার এক্সচেঞ্জ অফার।
স্পেসিফিকেশন
এই নতুন স্মার্টফোনের ডুয়াল সিম সাপোর্ট থাকছে। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর যার সঙ্গে থাকবে কালার ওএস ৭.২ সাপোর্ট। থাকছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টস। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর রয়েছে এবং থাকছে সর্বাধিক ৬ জিবি RAM।
এই স্মার্টফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার প্রধান ক্যামেরা টি ১৩ মেগা পিক্সেলের। এছাড়া রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি ২ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আপনারা ৬৪ জিবি অথবা ১২৮ জিপি অন বোর্ড স্টোরেজ পেয়ে যাবেন এই স্মার্টফোনের সঙ্গে। সঙ্গে থাকছে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট যার মাধ্যমে আপনি স্টোরেজ ২৫৬ জিবি অব্দি বাড়িয়ে নিতে পারবেন। কানেক্টিভিটি অপশনের জন্য রয়েছে 4G ভোল্টি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক। পলি পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং রয়েছে স্টেরিও স্পিকার। এছাড়াও স্মার্টফোনে ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ।