টেক কোম্পানি Oppo লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন oppo A53 এর 5G বিকল্প। তবে ফোনটিকে এখন কেবল চীনে লঞ্চ করেছে কোম্পানি। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়া রয়েছে বড় ব্যাটারির সাপোর্ট। চলুন জানা যাক ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পির্কে,
দাম
কোম্পানি এই ফোনটির ৪জিবি+১২৮ জিবি বিকল্পটির দাম রেখেছে ১,২৯৯ চীনা ইউয়ান, অর্থাৎ ভারতীয় হিসেবে ১৪,৬০০ টাকা। সেখানেই ৬ জিবি+১২৮ জিবি বিকল্পটির দাম সম্পর্কে এখনো কোন তথ্য জানায়নি কোম্পানি। তবে কবে এই ফোনটিকে ভারতে লঞ্চ করা হবে , তা সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি।
Oppo A53 5G এর স্পেসিফিকেশন
ফোন টিতে দেওয়া হয়েছে ২৪০০z১০৮০ পিক্সেলের ৬.৫ ইঞ্চির LCD প্যানেল। এটিকে লঞ্চ করা হয়েছে পাঞ্চ হোল ডিসপ্লের সাথে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে দেওয়া হয়েছে Dimensity 720 এর চিপসেট।
চলুন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৪,০৪০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তবে কোনও ফাস্ট চার্জিং সাপোর্ট প্রদান করেনি কোম্পানি।