Oppo ভারতে লঞ্চ করে দিয়েছে জনপ্রিয় স্মার্টফোন Oppo A15 এর আপগ্রেডেড ভার্সান Oppo A15s লঞ্চ হয়ে গিয়েছে। Oppo A15s কে ১১, ৪৯০ টাকায় ভারতে লঞ্চ করা হয়ে গিয়েছে। Dynamic Black, Fancy White এবং Rainbow Silver রঙে লঞ্চ করা হয়েছে Oppo এর এই বাজেট ফোনকে। এই ফোনে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনটি বিক্রি শুরু হবে ২১ এ ডিসেম্বর থেকে অ্যামাজন এ।
লঞ্চ অফার
Oppo এর এই নতুন ফোন Oppo A15s যদি গ্রাহক কিনতে চান, তবে তাদের জন্য রয়েছে বিশেষ অফার। যদি গ্রাহক ICICI Bank, Bank of Baroda, Federal Bank এবং Zest Money এর কার্ড ব্যবহার করে কিনলে গ্রাহক ৫% ছাড় পাবেন। এছাড়া রয়েছে EMI বিকল্পও।
Oppo A15s কেনার সময় HDFC ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহক পাবেন ১০% ছাড়। Oppo এর এই ফোন গ্রাহক ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মাঝে কিনলে পাবেন এই অফারগুলি।
Oppo A15s স্পেসিফিকেশন
Oppo A15s এ ৬.৫২ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গিয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। এই ফোনটিতে দেওয়া হবে Mediatek Helio P35 প্রসেসর। সেখানেই পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৪,২৩০ mAh এর ব্যাটারি।
এইবার কথা বলা যাক ক্যামেরার, এই স্মার্টফোনে দেওয়া হবে ১৩ mp এর ট্রিপল ক্যামেরা সেট আপ। সাথে ফ্রন্টে দেওয়া হয়েছে ৮mp এর সেলফি ক্যামেরা।