জনপ্রিয় টেক কোম্পানি OPPO কিছুদিন আগে তাদের নতুন Oppo A15 সিরিজ লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে কম দামে বহু ফিচার। এইবার OPPO A সিরিজে লঞ্চ হতে চলেছে আরও একটি ফোন। সেই ফোনটি হতে চলেছে Oppo A15s। এইবার জানা গিয়েছে এই ফোনটির ফিচার সম্পর্কে। এই ফোনটিকে কোম্পানি বাজেট সেগমেন্টে লঞ্চ করতে চলেছে যার দাম ১০,০০০ টাকার আশেপাশে রাখা হবে। অন্যদিকে মুকেশ টেলিকম হতে জানা গিয়েছে যে এই ফোনটিকে লঞ্চ করা হবে খুব শীঘ্রই।
ডিল এবং প্রসেসর
OPPO A15s এর প্রমোশনাল ছবিতা ফোনটির সম্পর্কে বেশ অনেক তথ্য জানা গিয়েছে। এই ফোনটিতে দেওয়া হবে ৬.৫২ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে। অনুমান করা হচ্ছে যে, এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে। প্রসেসর সম্পর্কে বললে, অনুমান করা হচ্ছে যে এই ফোনটিতে দেওয়া হবে Meditek Helio P35 প্রসেসর।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হবে ৪২৩০ mAh এর ব্যাটারি। সাথে থাকতে পারে ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ক্যামেরার কথা বললে প্রাইমারী ক্যামেরা হিসেবে থাকবে ১৩mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফোনটিতে সেলফির জন্য ৫mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে জানা গিয়েছে।