টেক কোম্পানি Oppo এর বাজেট স্মার্টফোনের দাম কমে গিয়েছে। কোম্পানি দাম কমিয়ে দিয়েছে তাদের স্মার্টফোন Oppo A15 এর। কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করেছিল এই বছরের আগস্ট মাসে। তবে এখন গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন আগের থেকে কম দামে। যদি আপনিও বাজেটে একটি ফোন কিনবেন বলে ভেবে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে। চলুন জানা যাক Oppo এর এই ফোনের দাম সম্পর্কে বিস্তারিত ভাবে,
দাম
Oppo A15 এর দাম ছিল ৯,৯৯০ টাকা। গ্রাহক এই টাকায় পেয়ে যেতেন ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। সেখানেই এখন গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ১,০০০ টাকা কম দাম। Oppo এর এই সস্তা ফোন Oppo A15 এর দাম এখন রাখা হয়েছে ৮,৯৯০ টাকা। সেখানেই ফোনটির ৩ জিবি র্যামের বিকল্প টির দাম রাখা হয়েছে ৯৯৯০ টাকা।
স্পেসিফিকেশন
এইবার কথা বলা যাক Oppo এর এই বাজেট ফোনের ফিচার সম্পর্কে। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। Oppo A15 এ দেওয়া হয়েছে অক্টাকোর Helio P35 প্রসেসর। ফোনটিতে দেওয়া হয়েছে ৩ জিবি র্যাম। অন্যদিকে রয়েছে একটি ২ জিবি র্যামের বিকল্প ও।
চলুন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ mp এর ফ্রন্ট ক্যামেরা। সাথে রয়েছে ২ mp এর দুটি ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৫ mp এর একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে পাওয়ার প্রদানের জন্য কোম্পানি হতে দেওয়া হয়েছে ৪২৩০mAh এর একটি ব্যাটার।