গত বছর ডিসেম্বর মাসে ওয়ানপ্লাস ঘোষণা করেছিল যে তারা ভারতে লঞ্চ করতে চলেছে ওয়ান প্লাস রেড কেবিল ক্লাব প্রোগ্রাম। এই প্রোগ্রাম মূলত লঞ্চ করা হবে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য। এবার সম্প্রতি ওয়ানপ্লাস ঘোষণা করলো যে তারা প্রত্যেক মাসের ১৭ তারিক তাদের কমিউনিটির জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই দিনের নাম দেওয়া হচ্ছে ‘ ওয়ান প্লাস রেড কেবিল ডে ‘।
আগামীকাল অর্থাৎ ১৭ আগস্ট থেকে এই রেড কেবিল ডে প্রোগ্রাম শুরু হচ্ছে। এরপর থেকে প্রত্যেক মাসের ১৭ তারিখ করে ওয়ানপ্লাস তাদের রেড কেবিল ক্লাব মেম্বারদের জন্য নিয়ে আসবে বেশ কিছু আকর্ষণীয় ইউজার বেনিফিট। আসুন দেখে নেওয়া যাক কি কি বেনিফিট আপনারা পেতে চলেছেন।
বেনিফিট –
১. oneplus.in এবং ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোরে ওয়েবসাইটে সমস্ত এক্সেসরিজের উপর ৫% ছাড়।
২. ওয়ানপ্লাস এক্সক্লুসিভ সার্ভিস সেন্টারে সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি এবং স্পেয়ার পার্টস এর উপরে ১৫% ছাড়।
৩. ওয়ানপ্লাস এক্সক্লুসিভ সার্ভিস সেন্টারে বিশেষ লাকি ড্র এর সুযোগ।
এই নতুন বেনিফিট গুলি ব্যবহার করতে আপনাকে ১৭ আগস্ট লগইন করতে হবে oneplus.inওয়েবসাইটে অথবা যেতে হবে ওয়ানপ্লাস এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার এবং এক্সপেরিয়েন্স স্টোরে।
এছাড়াও ওয়ানপ্লাস এর তরফ থেকে জানানো হয়েছে যে, আজ থেকে oneplus.in ওয়েবসাইট থেকে কেনা যে কোন জিনিসের উপরে ক্যাশ অন ডেলিভারি অপশন চালু করা হচ্ছে।
কিভাবে যুক্ত হবেন ওয়ান প্লাস রেড কেবিল ক্লাব প্রোগ্রামে –
১. প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে অক্সিজেন ওএস সর্বশেষ ভার্সনে আপগ্রেড করতে হবে।
২. এরপর আপনাকে আপনার ফোনের সেটিংসে যেতে হবে এবং প্রোফাইল সেকশনে ট্যাপ করতে হবে।
৩. তারপর আপনার ওয়ানপ্লাস একাউন্টের মাধ্যমে আপনার প্রোফাইলে লগইন করতে হবে।
৪. এরপর আপনাকে আপনার ডিভাইসের আইএমইআই নম্বর আপনার ওয়ানপ্লাস একাউন্টে লিঙ্ক করতে হবে।
বিকল্প পদ্ধতি –
১. গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন খুলুন এবং ওয়ানপ্লাস কমিউনিটি অ্যাপ্লিকেশন লেটেস্ট ভার্সনে ডাউনলোড করে নিন।
২. অ্যাপ্লিকেশন খুলুন এবং আপনার ওয়ান প্লাস একাউন্ট দিয়ে আপনার প্রোফাইলে লগইন করুন।
৩. এরপর আপনার ফোনের আইএমইআই নম্বর আপনার ওয়ানপ্লাস একাউন্টে লিঙ্ক করে দিন।
তাহলেই আপনি ওয়ানপ্লাস এর এই বিশেষ রেড কেবিল ক্লাব প্রোগ্রামে সংযুক্ত হয়ে যাবেন।