আগানী বছর প্রিমিয়াম স্মার্টফোন কোম্পানি OnePlus লঞ্চ করতে চলেছে OnePlus SE স্মার্টফোন। তবে কেবল এই ফোনটিই নয়। কোম্পানি লঞ্চ করবে OnePlus 9 সিরিজটিকেও। তবে আজ আমরা এই প্রতবেদনে আলোচনা করব OnPlus Nord SE সম্পর্কে। সম্প্রতি Android Central হতে লঞ্চ করা একটি রিপোর্ট হতে জানা গিয়েছে যে OnePlus কোম্পানি তার এই নতুন ফোন কে লঞ্চ করবে OnePlus Nord SE ২০২১ এর মার্চ মাসে। তবে কোম্পানির তরফ থেকে এটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।
রিপোর্ট হতে জানা গিয়েছে ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন। রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ফোনটিতে দেওয়া হবে ৪,৫০০ mAh এর ব্যাটারি। সাথে থাকতে চলেছে ৬৫ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। কিছুদিন আগে ফোনটিকে দেখা গিয়েছে TUV সার্টিফিকেশন সাইটে। জানা গিয়েছে কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে মিড রেঞ্জ দামে।
দেওয়া হবে Snapdragon এর প্রসেসর
রিপোর্ট হতে জানা গিয়েছে যে এবং কিছু লিক থেকে জানা গিয়েছে যে OnePlus Nord SE তে দেওয়া হতে চলেছে Snapdragon 765G প্রসেসর। এই একই প্রসেসর দেওয়া হয়েছিল OnePlus Nord এ ও। কোম্পানি সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে Nord N100 এবং Nord N10 5G স্মার্টফোনগুলিকে।