আসন্ন OnePlus 9 সিরিজ অনেকদিন ধরে নিজের লঞ্চিং সম্পর্কে চর্চায় রয়েছে । এই আগামী সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এমন সময়ে এই ফোনের সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে উঠে এসেছে। সেখান থেকে জানা গিয়েছে ফোনটির বেশ কিছু তথ্য।
Mysmartprice এর রিপোর্ট হতে জানা গিয়েছে, টেক টিস্টার Max Jambor নিখোঁজ সূত্র থেকে বেশ কিছু ছবি উঠে এসেছে ফোনটির। সাথে জানা গিয়েছে যে এই ফোনটিতে কোম্পানি ৩ টি বাক ক্যামেরা দিতে চলেছে। অনুমান করা হচ্ছে যে কোম্পানি এই ফোনটির জন্য লঞ্চ করবে আলাদা করে একটি লোগো। এছারা ছবিতে দেখা গিয়েছেপাঞ্চ হোল ডিসপ্লে।
সম্প্রতি একটি লিক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ফোনে দেওয়া হবে ৬.৫৫ ইঞ্চির এলডিআর ডিসপ্লে। সাথে থাকতে চলেছে Snapdragon 888 প্রসেসর এবং ১২৮জিবি স্টোরেজ। জানা গিয়েছে যে এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে ৮ জিবি র্যামের সাথে।
OnePlus 9 এর দাম (সম্ভাবনা)
সামনে আসা কিছু লিক থেকে জানা গিয়েছে যে প্রিমিয়াম রেঞ্জে কোম্পানি লঞ্চ করবে এই ফোনটিকে। ২০২১ সালে লঞ্চ হতে চলা এই ফোনটির দাম সম্পর্কে কোম্পানি জানায়নি।