অনলাইন ক্যাব প্রোভাইডার সংস্থা Ola কে সবাই এক ডাকে চেনে। এই সংস্থা ভারতে বিভিন্ন শহরাঞ্চলে অনলাইন ক্যাব সার্ভিস দিয়ে থাকে। ভারত ছাড়াও বাইরের দেশে এই অ্যাপ আরো বেশি কার্যকরী। তবে এবার এই কোম্পানি তাদের নিজেদের দুই চাকার বাইক প্রস্তুত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ুতে কোম্পানির বাইক তৈরির প্ল্যান্ট তৈরি শুরু হয়ে গিয়েছে। এই কোম্পানি ২০২০ সালের ডিসেম্বর মাসে মুম্বাইতে একটি অনুষ্ঠানে তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা ঘোষণা করেছিল। এবার তারা তৈরীর কাজে তামিলনাড়ুতে ৫০০ একর জমিতে তাদের প্লান্ট তৈরির কাজ পূর্ণ উদ্যমে শুরু হয়ে গেছে।
Ola কোম্পানি নেদারল্যান্ডের ইলেকট্রিক স্কুটি প্রস্তুতকারী সংস্থা Etergo অধিগ্রহণ করে নিয়েছে আগামী বছরের May মাসে। এবার এই কোম্পানী তাদের নতুন প্ল্যান্টে হয়তো Etergo AppScooty তৈরি শুধু করবে। জানা গিয়েছে এই স্কুটিতে হাই এনার্জি ডেনসিটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্কুটি একবার চার্জ করলে ২৪০ কিলোমিটার অব্দি যেতে পারবে। এই স্কুটি ০-৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যেতে সময় নেবে মাত্র ৩.৯ সেকেন্ড। স্কুটিতে গ্রাহকরা ৫০ লিটার অব্দি জিনিস পরিবহন করতে পারবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তামিলনাড়ুতে তাদের যে ইলেকট্রিক স্কুটি তৈরির কারখানা তৈরি হচ্ছে তা খুব শীঘ্রই কার্যকর হবে। কোম্পানি দাবি করেছে যে তাদের এই নতুন কারখানা ১০ কোটি কাজের ঘন্টা করবে যাতে কমপক্ষে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে।