টেক কোম্পানি Oppo এর প্রিমিয়াম স্মার্টফোন Oppo Reno 3 Pro এর দাম কমে গিয়েছে। কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করেছিল এই বছরের মার্চ মাসে। তবে এখন গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন আগের থেকে কম দামে। যদি আপনিও কম দামে প্রিমিয়াম ফোনের মজা নেবেন বলে ভেবে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে। চলুন জানা যাক Oppo এর এই ফোনের দাম সম্পর্কে বিস্তারিত ভাবে,
দাম
Oppo Reno 3 Pro এর দাম ছিল ২৫,৯৯০ টাকা। গ্রাহক এই টাকায় পেয়ে যেতেন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। সেখানেই এখন গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ১,০০০ টাকা কম দাম। Oppo এর এই সস্তা ফোন Oppo Reno 3 Pro এর দাম এখন রাখা হয়েছে ২৪,৯৯০ টাকা। সেখানেই ফোনটির ৮ জিবি র্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প টির দাম রাখা হয়েছে ২৭,৯৯০ টাকা। এই ভ্যারিয়েন্ট টিতে দেওয়া হয়েছে ২,০০০ টাকা ছাড়।
Oppo Reno 3 Pro এর স্পেসিফিকেশন
ডুয়াল সিম ওপো রেনো ৩ প্রো তে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রীন যার অ্যাস্পেক্ট রেশিও ২০:৯। এছাড়া ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক হিলিও পি৯৫ এসওসি প্রসেসার দেওয়া হয়েছে। ৮ জিবি র্যামের সাথে রিলিজ হওয়া এই ফোনটিকে গ্রাহক দুটি বিকল্পে কিনতে পারেন । প্রথম বিকল্পে গ্রাহক পাবেন ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ২য় টিতে পাবেন ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। VOOC Flash Charge এর সাথে প্রস্তুত এই ফোনে ৪,০২৫ এমএ এইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া গ্রাহক ফোনটিতে পাবেন কোয়াড রেয়ার ক্যামেরা। সেলফির জন্য এই স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে বলে জানা যায়।