Nokia আনতে চলেছে একটি নতুন ফিচার ফোন যা সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড এবং গুগল অ্যাসিস্ট্যান্ট। এই মাসের শুরু থেকেই এই ফোনের উপরে কাজ করা শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে HMD গ্লোবাল এর তরফে। বহুদিন আগেই এই স্মার্টফোনের ব্যাপারে আমাদের জানানো হয়েছিল, তবে এই প্রথম এই ফোনের উপরে কাজ করা শুরু করা হলো। এই নতুন ফোনের একটি স্কেচ আজকে রিলিজ করা হলো। যার থেকে আমরা এই ফোনের ব্যাপারে বেশ কিছু জানতে পেরেছি।
বিশেষজ্ঞদের মতামত, Nokia আবারো তাদের ক্লাসিক মোবাইল Nokia 3310 এবং Nokia 8110 এর মডেলের মতই এই ফোনের লুক আনা হচ্ছে। ফোনটিতে ব্যবহার করা হবে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। এছাড়াও এই ফোনে রয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন।
শুধুমাত্র গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ছাড়া বাকি পুরো ফোনটি Nokia র অন্যান্য ফিচার ফোনের মতই দেখতে। এছাড়াও এই ফোনের ওপরে রয়েছে একটি সেলফি ক্যামেরা। বর্তমানে কোনো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলা ফিচার ফোন নেই। তাই এই ফোন হতে চলেছে পৃথিবীর প্রথম অ্যান্ড্রয়েড ফিচার ফোন।
Nokia mob এর তরফে একটি ভিডিও নিয়ে আসা হয়েছে, যাতে একটি Nokia ফিচার ফোনকে দেখা যাচ্ছে। এই ফোনে ইউটিউব এবং ক্রোম এর মত কিছু অ্যাপ্লিকেশন প্রি – লোডেড রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, যা এই বাটন ব্যবহার করে চালানো যাচ্ছে। তবে যদিও Nokia অথবা Google এর তরফে এই ফোনের ব্যাপারে কিছু জানানো হয়নি, তবে এই নতুন অ্যান্ড্রয়েড ফিচারকে নিয়ে নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন ছড়িয়েছে।