HMD Global জনপ্রিয় নোকিয়া ৫ সিরিজের নতুন স্মার্টফোন Nokia 5.4 লঞ্চ করা হয়েছে। নার্ডিক ডিজাইনের সাথে লঞ্চ হওয়া এই ফোনে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম এবং রিয়ার কোয়াড ক্যামেরা সেট আপ। কোম্পানি দাবি করেছে যে এই ফোনে দেওয়া ব্যাটারি এক বার চার্জ দিলে চলে দুই দিন পর্যন্ত।
দাম
Nokia 5.4 এর বেস ভ্যারিয়েন্ট এর দাম ১৮৯ ইউরো রাখা হয়েছে। অর্থাৎ ১৬,৯০০ টাকার সমান। ফোনটিকে তিনটি বিকল্পের সাথে লঞ্চ করেছে কোম্পানি। বিকল্পগুলি হল ৪জবি+৬৪ জিবি, ৪জিবি+১২৮জিবি এবং ৬জিবি+৬৪ জিবি। দুটি রঙ-এর বিকল্পের সাথে লঞ্চ করা হয়েছে ফোনটিকে।
স্পেসিফিকেশন
Nokia 5.4 এ ৬.৩৯ ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ৬জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প দেওয়া হয়েছে। এই ফোনটিতে Snapdragon 662 SoC প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট।
এইবার কথা বলা যাক ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। এটিতে LED ফ্ল্যাশ এর সাথে ৪৮ mp এর প্রাইমারী ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য ১৬ mp ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৪,০০০ mAh এর ব্যাটারি।