Nokia 5.4 এর জন্য অনেক দিন ধরে অপেক্ষায় আছেন গ্রাহকেরা। ফোনটি লঞ্চ হতে আর কিছুদিন বাকি। এমন সময় একটি লিক হতে জানা গিয়েছে ফোনটির স্পেসিফিকেশন। Nokia এর এই ফোনে দেওয়া হবে Hd+ ডিসপ্লে সাথে থাকতে চলেছে Snapdragon 662 SoC প্রসেসর। এছাড়া চীনা TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এইবার দেখা গিয়েছে আরও একটি ডিভাইজকে। সেখানে ডিভাইজ টির মডেল নং দেওয়া হয়েছে TA-1335। বলা হয়েছে যে এটি নোকিয়া এর আরও একটি এন্ট্রি লেভেল ফোন হতে চলেছে। চলুনা জানা যাক তথ্যগুলি সম্পর্কে ,
Nokia 5.4 এর স্পেসিফিকেশন
লিক হতে জানা গিয়েছে যে এই ফোনটিতে দেওয়া হতে চলেছে ৬.৩৯ ইঞ্চির Hd+ ডিসপ্লে। তার অ্যাস্পেক্ট রেশিও হতে চলেছে ১৯:৯। অনুমান করা হচ্ছে যে এই ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হবে।
এই ফোনটিতে দেওয়া হতে চলেছে Snapdragon 662 SoC প্রসেসর। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে দেওয়া হতে চলেছে ৪৮mp এর প্রাইমারী ক্যামেরা। থাকবে কোয়াড ক্যামেরা সেট আপ। সেলফির জন্য দেওয়া হতে পারে ১৬mp এর ফ্রন্ট ক্যামেরা। Nokia 5.4 এ দেওয়া হতে চলেছে ৪,০০০ mAh এর ব্যাটারি।