বহু দিন ধরে Nokia 5.4 স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে। এইবার একটি নতুন লিক থেকে জানা গিয়েছে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। Mysmartprice হতে টিস্তার সুধাংশুর দ্বারা দেওয়া কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। চলুন জানা যাক ফোনটির ফিচার সম্পর্কে,
Nokia 5.4 এর লিক স্পেসিফিকেশন
লিক রিপোর্ট হতে জানা গিয়েছে, Nokia 5.4 এ ৬.৩৯ ইঞ্চি Hd+ IPS ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। তবে বর্তমানে ওয়াটার ড্রপ নচ দেওয়া হবে নাকি পাঞ্চ হোল ডিসপ্লে তা সম্পর্কে কিছুই জানা যায়নি।
Nokia 5.4 এ দেওয়া হতে চলেছে Snapdragon 662 প্রসেসর। ফোনটিতে দেওয়া হবে ৪ জিবি+১২৮জিবি বিকল্প। লিক হতে ক্যামেরা সম্পর্কে ও জানা গিয়েছে বেশ কিছু তথ্য। ফোনটিতে দেওয়া হতে পারে ৪৮ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। সেলফির জন্য দেওয়া হবে ১৬mp এর ফ্রন্ট ক্যামেরা। Nokia 5.4 এ পাওয়ার প্রদান করার জন্য দেওয়া হতে চলেছে ৪,০০০ mAh এর ব্যাটারি।