HMD Gloal ভারতে Nokia 5.3 স্মার্টফোনের দাম অনেকটা কমিয়ে দিয়েছে Nokia 5.3 কে কেনার জন্য যদি আপনিও ভেবে থাকেন তবে এটি আপনার জন্য অন্যতম সুযোগ হতে পারে। এই ফোনে দেওয়া হয়েছে ১,০০০ টাকা ছাড়। ভারতে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছিল ২ টি র্যাম এবং স্টোরেজ বিকল্পের সাথ। নোকিয়া এই ফোনে চারটি ক্যামেরা এবং ৬৪ জিবি স্টোরেজ দিয়েছে। চলুন জানা যাক ফোনটির নতুন দাম এবং ফিচার সম্পর্কে,
দাম
Nokia তার ৪ জিবি+৬৪ জিবি বিকল্প টির দাম ১৩,৯৯৯ টাকা থেকে ১২,৯৯৯ টাকা করে দিয়েছে। সেখানেই ৬ জিবি+৬৪ জিবি বিকল্প টির দাম রয়েছে ১৫,৯৯৯ টাকা থেকে কম করে ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনটিকে গ্রাহক ৩ টি রঙের বিকল্পের সাথে কিনতে পারবেন।
Nokia 5.3 ফিচার
Nokia 5.3 তে ৬.৫৫ ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার অ্যাস্পেক্ট রেশিও ২০:৯। ফোনোটিতে দেওয়া হয়েছে Snapdragon 665 এর প্রসেসর। নোকিয়া এর এই ফোনে দেওয়া হয়েছে ৪ জিবি এবং ৬ জিবি এর বিকল্পও। অন্যদিকে এই ফোনটিতে দেওয়া হতে চলেছে ৫১২ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজের বিকল্প।
Nokia এর এই ফোনে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১০ এর ওএস।পাওয়ার প্রদানের জন্য নোকিয়ার এই ফোনে দেওয়া হয়েছে ৪,০০০ mAh ব্যাটারি। অন্যদিকে এই ফোনটিতে রয়ছে ১০ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এইবার কথা বলা যাক ক্যামেরার। এই ফোনে কোম্পানি দিয়েছে ১৩ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে এই ফোনে সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ mp এর সেলফি ক্যামেরা।