নস্টালজিয়া চাগার দিতে ফিরছে HMDর জনপ্রিয় ব্রান্ড নোকিয়ার সেই ফ্লিপফ্লপ ফোন। ফোনটি লঞ্চ করার জন্য ইতিমধ্যে সার্টিফিকেটও পেয়ে গিয়েছে কোম্পানি। আসন্ন ফোনটির নাম ঠিক করা হয়েছে Nokia 2720.এই ফোনে থাকছে 4g কানেক্টিভিটি ও ওয়াইফাইয়ের সুবিধা।পাশাপাশি kaiOS অপারেটিং সিস্টেম সহযোগে বাজারে লঞ্চ করা হবে ফোনটি। খুব সম্প্রতি এই ফিচার ফোন FCC সার্টিফিকেশন সাইটে TA-1295 মডেল নম্বরের সঙ্গে নজরে এসেছে। এক সময় নোকিয়ার সঙ্গে সঙ্গে মোটোরোলা,স্যামসং,আইজি-র মতো কোম্পানি ফ্লিপফ্লপ ফোন নিয়ে এসেছিল।
তবে বর্তমানে টাচফোন ই স্মার্টফোন বলে বিশেষায়িত হয়ে চলেছে।নোকিয়া বরাবরই ফিচার ফোনে গুরুত্ব দিয়ে এসেছে।তাই লেট নাইন্টিজের নস্টালজিয়াকে শান দিতে তাদের নতুন সংযোজন এই স্মার্টফোন। সুত্রের খবর,আসন্ন এই স্মার্টফোনটিতে ইনবিল্ট ফেসবুক ও হোয়াটস্যাপ অ্যাপ্লিকেশন থাকছে। থাকবে গুগল ডুয়ো-র মতো চমৎকার ভিডিওকলিংয়ের অপশন।থাকছে 1,500 mAh ব্যাটারি।
থাকবে ন্যানো সিমস্লট ও এসডিকার্ড স্লটও। এবার শুধু সময়ের অপেক্ষা। নোকিয়াপ্রেমীদের নস্টালজিয়া উসকে দিতে ফিরছে ফ্লিপফ্লপ স্মার্টফোন।