Nokia এর স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি HMD Global এর গ্রাহক দের জন্য রয়েছে একটি খুশির খবর। কোম্পানি আগের মাসে লঞ্চ হওয়া বাজেট স্মার্টফোন Nokia 2.4 কে এইবার উপলব্ধ করা হল সেলের জন্য। এই ফোনটিকে গ্রাহক নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
কোম্পানি Nokia 2.4 এর সেল শুরুর তথ্য এইবার টুইটারে জানানো হয়েছে। নোকিয়া এই ফোনটির দাম রেখেছে ১০,৩৯৯ টাকা।
Nokia 2.4 এর লুকের কথা বললে সবার আগে বলতে হবে ফোনটির গ্লসি ফিনিশের কথা। ফোনটি প্ল্যাস্টিকের তৈরি। ফোনটিতে LED ফ্ল্যাশের সাথে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া সামনের দিকে ওয়াটার ড্রপ নচ ফোনটিকে দেখতে করে তুলেছে আরও প্রিমিয়াম।
এইবার আসা যাক ফোনটির স্পেসিফিকেশনে। Nokia 2.4 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে , যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। ফোনটিতে ২০:৯ এর অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে দেওয়া হচ্ছে Mediatek Helio P22 এর প্রসেসর। স্মার্টফোনটিকে কোম্পানি ২ টি ভ্যারিয়েন্টে লঞ্চ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটি ভ্যারিয়েন্টে দেওয়া হবে ২জিব র্যাম+৩২ জিবি স্টোরেজ এবং অপর ভ্যারিয়েন্টে দেওয়া হবে ৩জিবি+৬৪ জিবি স্টোরেজ।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। Nokia 2.4 এ দেওয়া হয়েছে ১৩ mp এর ডুয়াল ক্যামেরা সেট আপ। সেখানেই সেলফির জন্য ফোনটিকে থাকতে চলেছে ৫mp এর ফ্রন্ট ক্যামেরা। Nokia 2.4 এ পাওয়ার প্রদান করার জন্য কোম্পানি তরফ থেকে ৪,৫০০mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।