Nokia তাদের নতুন বাজেট স্মার্টফোন Nokia 2.4 ভারতে লঞ্চ করে দিয়েছে। ডুয়াল ক্যামেরা এবং ৪,৫০০ mAh এর ব্যাটারির সাথে লঞ্চ হওয়া এই ফোনে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং এর সাপোর্টও। গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে। ফোনটি দাম কোম্পানি ভারতে রেখেছে ১০,৩৯৯ টাকা। Nokia এর এই ফোনকে গ্রাহক Nokia India এর সাইট থেকে প্রি অর্ডার করতে পারবেন।
Nokia 2.4 এর সেল শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। এই ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নোকিয়া এর অনলাইন স্টোর থেকে। Nokia এর এই ফোনের সাথে লঞ্চ হওয়ার কথা ছিল Nokia 3.4 ও। কিন্তু গারহকদের Nokia 3.4 এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কোম্পানি।
Nokia 2.4 এর স্পেসিফিকেশন
Nokia এর এই ফোন Nokia 2.4 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল রাখা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে এই ফোনে গ্রাহক ২ বছর আপডেট দেওয়া হবে। ফোনটিতে দেওয়া হয়েছে অক্টা কোর Mediatek Helio P22 SoC এর প্রসেসর। গ্রাহক ফোনটিতে পাবেন ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি এর ইন্টারনাল স্টোরেজ।
চলুন এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। গ্রাহক এই ফোনটিতে পাবেন ১৩mp এর ডুয়াল ক্যামেরা সেট আপ। যেখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি ২mp এর ডেপথ সেন্সার। অন্যদিকে গ্রাহক সেলফির জন্য পেয়ে যাবেন ৫mp এর একটি ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৪,৫০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জং এর সাপোর্ট ও।