ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া NIXI ঘোষণা করেছে যে তারা এবারে অফার করবে একটি ফ্রি ইন্টারন্যাশনাল ডোমেইন নেম IDN। এই ডোমেইন নেম অফার করা হবে ২২টি ভারতীয় ভাষার মধ্যে যেকোনো একটিতে। যারা নতুন করে .in ডোমেন এক্সটেনশন করবেন তাদের জন্য এই নতুন সার্ভিস লঞ্চ করেছে NIXI। এই অফারে ভারত ডোমেন এর সঙ্গে আপনারা একটি বিনামূল্যে ইমেইল এড্রেস পেয়ে যাবেন লোকাল ল্যাঙ্গুয়েজে। এই নতুন অফার এর মাধ্যমে ভারত সরকার ভারতের স্থানীয় ভাষাগুলিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
এই অফার আপনারা পেয়ে যাবেন আগামী ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। এছাড়াও যারা জানুয়ারি মাসে নিজেদের .in ডোমেইন রিনিউ করাবেন তাদের জন্য এই অফার কাজ করছে। প্রত্যেকটি ডোমেইন নেম হবে .bharat। বর্তমানে NIXI এর কাছে প্রচুর পরিমাণে .in ডোমেন এক্সটেনশন গ্রাহক রয়েছে।
বিগত ২০০৩ সাল থেকে NIXI ইন্টারনেট টেকনোলজি ভারতীয় গ্রাহকদের কাছে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে। এই সংস্থা ইন্টারনেট প্রটোকল সহ IN কান্ট্রি কোড ডোমেইন এর সমস্ত অপারেশন নিয়ন্ত্রণ করে। এছাড়াও তারা ভারতের জন্য BHARAT IDN এর সাপোর্ট এর উপরে কাজ করে।