জাপানের অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি ভারতের বাজারে বেশ জনপ্রিয়। কোম্পানির Swift, Ignis এবং Solio এর মত ছোট গাড়ি মডেলগুলী বেশ ভালই বিক্রি হয়। তাই কোম্পানি ভারতের বাজারে অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির ছোট গাড়ি আনার কথা ভাবছে। মারুতি সুজুকির Alto গাড়িটি ভারতে তাদের বাজেট লেভেল সেগমেন্ট সর্বাধিক বিক্রিত গাড়ি। সেই জন্য খুব শীঘ্রই নতুন আরও উন্নত Alto ভারতে আসতে চলেছে।
এখনও অব্দি Alto গাড়ির অষ্টম জেনারেশন বিক্রি হতো যা ৬ বছর আগে ২০১৪ সালে প্রথম জাপানে এসেছিল। এরপর হয়তো এই বছরের মধ্যেই Alto এর নবম জেনারেশন চলে আসবে। নতুন গাড়িটিতে অত্যাধুনিক R06D ইঞ্জিন দেওয়া হবে। গাড়িটিতে ৬৫৪ সিসির ইঞ্জিন থাকবে যা ৪৮ bhp পাওয়ার উৎপন্ন করবে। এই গাড়িটি ভারতে বর্তমানে চলা Alto কে হয়তো সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারবে। আশা করা যায়, চলতি বছরেই নতুন নবম জেনারেশনের Alto ভারতে চলে আসবে।
এছাড়াও কোম্পানি সুজুকি Alto র একটি স্পোর্ট ভারিয়েন্ট আনার কথাও ঘোষণা করেছে। আগামী ২০২১ সালের অক্টোবর মাসের মধ্যে গাড়িটি ভারতের বাজারে চলে আসবে। গাড়িটির লুক বা ডিজাইন আগের Alto র তুলনায় সম্পূর্ণ আলাদা হবে। গাড়িতে নতুন টার্বোচার্জ R06D ইঞ্জিন ব্যবহার করা হবে। গাড়িতে ৭৯৬ সিসির ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে। ইঞ্জিন ৪৮ bhp পাওয়ার ও ৬৯ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। গাড়িতে ৫ গিয়ার মানুয়াল ট্রানস্মিশন এর সাথে অটোমেটিক ট্রান্সমিশনেরও সুবিধা পাওয়া যাবে।
Alto এর সাথে সাথে মারুতি সুজুকি কোম্পানি আরো একটি SUV গাড়ি লঞ্চের কথা ভাবছে। গাড়িটির নাম Vitara SUV। এটি আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে। জাপানে এই গাড়িটির নাম Escudo। গাড়িটি দুটি ভেরিয়েন্ট আসবে। একটিতে ৪৮ ভোল্ট হাইব্রিড সিস্টেম সহ ১.৪ লিটারের টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন থাকবে। অন্যটিতে ১ লিটারের ৩ সিলিন্ডার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন থাকবে। মারুতি সুজুকির নয়া গাড়িগুলি ভারতের বাজারে লঞ্চ করলে কেমন সাড়া ফেলতে পারবে, সেটাই দেখার।