Jio শুরু করতে চলেছে নতুন ব্রড-ব্যান্ড প্ল্যান, যার প্যাকেজ শুরু হবে হাজার টাকারও কমে। এই প্যাকেজের জন্য অন্যান্য মাঝারি ব্যবসায়ীরা ১৫ থেকে ২০ হাজার টাকা মাসে খরচ করে থাকেন কিন্তু সেইসব ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাতে Jio নিয়ে এসেছে হাজার টাকার কমে সেই প্যাকেজ। বিখ্যাত টেলিকম কোম্পানি Jio-র তরফ থেকে জানানো হয়েছে সকল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু ডিজিটাল ডিভাইস তাদের দেওয়া হবে৷
আকাশ আম্বানির তরফ থেকে জানানো হয়েছে সকল প্ল্যানের কথা, তিনি এটাও জানিয়েছেন ভারতের অর্থনীতির মূল ভিত্তি হল কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। নিজেদের কাজ সহজেই বারিয়ে তুলতে সহজ ডিজিটাল প্রযুক্তি একটা বিশেষ ভূমিকা পালন করবে। অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্পকার নিজেদের কাজ এইবার তুলনামূলক ভাবে দ্রুত হারে ছড়িয়ে ফেলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
এর সাথে আকাশ আম্বানি আরও জানিয়েছেন, এবার সকল মাঝারি ব্যবসায়ীরা কিছু সাশ্রয়ের মুখ দেখতে পারবেন। যেখানে অন্যান্য পরিসেবায় কোন ব্যবসায়ীদের ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করতে হয় সেখানে JioBusiness-এর সাহায্যে তার ১০ ভাগের এক ভাগ টাকা খরচ করতে হবে।
এই প্ল্যানে থাকবে উপভোক্তা ও ক্রেতার সহজ যোগাযোগ ব্যবস্থা, অনলাইনে ব্যবসা হলে লাভের পরিমাণ বেড়ে যাবে, ২৪ ঘণ্টাই চলবে পরিষেবা এর ফলে কোন সময় কর্ম ক্ষেত্রে বাধা দেখা যাবেনা ও ব্যবসার গ্রোথ বারাতে ফ্রি সাজেশন দেওয়া হবে।