ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও এবারে তাদের MyJio প্লাটফর্মে নতুন একটি সার্ভিস যোগ করতে চলেছে। এই সার্ভিসটি হবে Jio Payments Bank এবং এই সার্ভিসে আপনারা MyJio অ্যাপ্লিকেশন থেকে Jio Payments Bank একাউন্ট চালাতে পারবেন।
MyJio অ্যাপ্লিকেশনে ইতিমধ্যেই এই সার্ভিসের টিজার লঞ্চ হয়ে গিয়েছে। যদিও Jio এর তরফে এখনো পর্যন্ত Digital Savings Bank এর ব্যাপারে কিছু জানানো হয়নি। এছাড়াও জানানো হয়েছে, যদি Digital Savings Account নিয়ে আসা হয় তাহলে সেটি হবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। অর্থাৎ আইওএস ব্যবহারকারীরা এই ব্যাংকের সুবিধা পাবেন না। আবার অনেকে মনে করছেন, Jio Payments Bank একটি ছোট অ্যাপ্লিকেশনের মত আসতে পারে।
আপনারা হয়তো অনেকেই জানেন, MyJio প্লাটফর্মে বর্তমানে বেশ কিছু অ্যাপ্লিকেশন চলে। এর মধ্যে অন্যতম JioSaavn, JioCinema, JioEngage, UPI, EasyGov, Stories, JioCloud, JioGames JioChat, JioSecurity, এবং আরো অনেক কিছু। এছাড়াও MyJio প্লাটফর্মে হেলথ এবং ক্লাউড অ্যাপ্লিকেশন রয়েছে। তবে, আপনাদের জানিয়ে রাখি, Jio Payment App অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোনের জন্য উপলব্ধ।