চীনের কোম্পানি হুয়াওয়েই এবং জেডটিই কে ভারতে সরকারি টেলিকম সংস্থার 4জি সম্প্রসারণে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পরে এবার ভারত সরকার বেশ কয়েকটি নতুন পদক্ষেপ নিতে চলেছে। এবার তারা সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর 4জি সম্প্রসারণের ক্ষেত্রে মাল্টি ভেন্ডর মডেল নিয়ে আসার পরিকল্পনা করছে।
এই নতুন প্ল্যানে সম্পূর্ণ 4জি নেটওয়ার্ক ম্যানেজ করবেন একজন সিস্টেম ইন্টিগ্রেটার, যে বিভিন্ন কোম্পানি যেমন নোকিয়া, এরিকসন এবং অন্যান্য বিদেশ কোম্পানিদের থেকে জিনিসপত্র এবং সফটওয়ার কিনে সেগুলিকে একসাথে যুক্ত করবে। এখানেই শেষ নয়, এই নতুন প্ল্যানে সিস্টেম ইন্টিগ্রেটার হবে একটি ভারতীয় কোম্পানি, যার ফলে এই সম্পূর্ণ প্ল্যানে একটি ভারতীয় ছোয়া থেকে যাবে।
তবে, বিশেষজ্ঞদের ধারণা , BSNL এর বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই নতুন ধরনের প্রজেক্ট নিয়ে আসা এবং আলাদা ভাবে 4জি সম্প্রসারণ করা অনেক সময়ে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
এই নতুন ইন্টিগ্রেটার মডেলে একটি নেটওয়ার্কে অনেকজন কানেক্ট থাকবে। এই গুলিকে একসাথে যুক্ত করার সময়ে খরচ অনেকটা বেড়ে যাবে এবং কোয়ালিটি গত সমস্যা দেখা গেছিল। সূত্রের খবর, আগামী কিছুদিনের মধ্যেই এই নতুন মডেল চালু হয়ে যাবে।