জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে ফোল্ডেবেল ফোন Motorola Razr 5G কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
অফার
গ্রাহক এই সেলে Motorola Razr 5Gকে কিনতে পারবেন ২৫,০০০ টাকা ছাড়ে। ছাড়ের পরে ফোনটির দাম রাখা হয়েছে ১,২৪,৯৯৯ টাকা। আগে ফোনটির দাম ছিল ১,৪৯,৯৯৯ টাকা। তবে এই স্মার্টফোনের ওপরে রয়েছে ৩৪,২০০ টাকার এক্সচেঞ্জ অফার ও। অর্থাৎ ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ৯০,৭৯৯ টাকায়৷
স্পেসিফিকেশন
ফোনটিতে ২১৪২x৮৭৬ পিক্সেল রেজলিউশনের সাথে ৬.২ ইঞ্চির প্লাস্টিক OLED মেন স্ক্রিন দেওয়া হয়েছে। ফোল্ডেবেল ডিসপ্লেটির রেশিও ২১:৯। জানা গিয়েছে যে ডিসপ্লে দুটিকে ২ লাখ বার চেক করা হয়েছে। সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ৬০০x৮০০ এর একটি OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার অ্যাস্পেক্ট রেশিও ৪:৩। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 765G SoC প্রসেসর। ৮ জিবি র্যাম যুক্ত এই ফোনে কোম্পানি তরফ থেকে মাইক্রো এসডি কার্ডের সুবিধে দেওয়া হয়নি। রয়েছে কেবল ২১৬ জিবি এর ইন্টার্নাল স্টোরেজ।
ফোটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা। যার সাথে রয়েছে কোয়াড ক্যামেরার সাপোর্ট। এছারা ভিডিও কল এবং সেলফির জন্য আলদা করে ২০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিকে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ২৮০০ mAh এর একটি ব্যাটারি এবং সাথে রয়েছে ১৫ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং এর সাপোর্ট।