Motorola ইতিমধ্যে তাদের ফ্ল্যাগশিপ ফোনের নাম জানিয়ে দিয়েছে। ফোনটির নাম হতে চলেছে Motorola Nio । কেবল নাম নয়, জানা গিয়েছে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে ও। সূত্র অনুসারে জানা গিয়েছে যে ফোনটিকে কোম্পানি XT2125 এর সাথে লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে যে Moto এর এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon 865 প্রসেসর দেওয়া হবে।
Motorola Nio এর স্পেসিফিকেশন (সম্ভাবনা)
Tecniknews এর একটি রিপোর্ট হতে জানা গিয়েছে যে কোম্পানি যে ফোনটির ওপর কাজ করছে তার নাম Nio। এটি চলবে Android 11 এর ওপরে। ফোনটির স্ক্রিন রিফ্রেস রেট হতে চলেছে ৯০ হার্টজ। অন্য একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ফোনটিতে দেওয়া হবে ফুল Hd+ স্ক্রিন, যার রেজলিউশন হতে চলেছে ১০৮০×২৫২০ পিক্সেল। তবে ডিসপ্লে এর সাইজ সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি৷
অনুমান করা হচ্ছে যে কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে দুটি ভ্যারিয়েন্টে৷ একটি ভ্যারিয়েন্টে গ্রাহক পাবেন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এর ইন্টারনাল স্টোরেজ। অপর একটি রিপোর্টে বলা হয়েছে যে, এই ফোনে দেওয়া হতে পারে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। ফোনটিতে দেওয়া হতে চলেছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অনুমান করা হচ্ছে যে এই ফোনটিতে ৬৪ mp এর প্রাইমারী ক্যামেরা দেওয়া হবে৷ সাথে থাকতে চলেছে ১৬ এবং ২ mp এর দুটি সেন্সার। ফোনটির সামনের দিকে দেওয়া হবে পাঞ্চ হোল ডিসপ্লে। অনুমান করা হচ্ছে যে ১৬ mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে এই ফোনটিতে।