স্মার্টফোন কোম্পানিগুলির মাঝে প্রতিযোগীতা চলছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের প্রথম স্মার্টফোন লঞ্চ করার। Xiaomiএবং Realme সম্প্রতি জানিয়ে দিয়েছে যে এই প্রসেসরের সাথে শীঘ্রই লঞ্চ হতে চলেছে তাদের ফোন। এইবার সূত্র হতে জানা গিয়েছে যে Motorola ও লঞ্চ করতে চলেছে Snapdragon 888 চিপসেটের স্মার্টফোন।
আসন্ন এই মোটোরলার ফোন সম্পর্কে বিশেষ তথ্য জানায়নি কোম্পানি। তবে জানা গিয়েছে যে এই ফোনে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৮৮৮ এর প্রসেসর। অনুমান করা হচ্ছে যে ২৮ এ ডিসেম্বর যে ফোনটিকে কোম্পানি চীনে লঞ্চ করবে অর্থাৎ M11 তাতে থাকতে পারে এই প্রসেসর। আবার কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ফোনের সাথে লঞ্চ না করে, কোম্পানি এই প্রসেসরের সাথে লঞ্চ করতে পারে অন্য কোনও ফোন। তবে তা হলে পরের বছর আমরা সেই ফোনকে দেখব।
সম্প্রতি জানা গিয়েছে যে এই ফোনে থাকবে কোয়াড HD+ ডিসপ্লে। পাওয়ার প্রসানের জন্য দেওয়া হবে ৪,৭৮০ mAh এর ব্যাটারি। এইবার কথা বলা যাক Snpadragon 888 এর। এই প্রসেসর এ দেখা গিয়েছে আগের তুলনায় বৃহৎ পরিবর্তন।