খুব শীঘ্রই Motorola লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Moto G9 Plus। ফোনটিকে এইবার লঞ্চ করা হবে ভারতীয় মার্কেটে। ইতিমধ্যেই এই স্মার্টফোন সম্পর্কে বেশ অনেক তথ্য সামনে উঠে এসেছে। সম্প্রতি এই ফোনটিকে দেখা গেল BIS এর সাইটে। সেই থেকেই অনুমান করা হচ্ছে যে এই ফোনটিকে গ্রাহক দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যেই।
মোটোরলার এই ফোনকে কোম্পানি লিস্ট করেছে মডেল নং XT2083-7 এর সাথে। এর থেকে পরিষ্কার হয়ে গিয়েছে যে কোম্পানি এই ফোনটিকে খুব শীঘ্রই লঞ্চ করবে ভারতীয় মার্কেটে।
moto G9 Plus এর স্পেসিফিকেশন
কিছুদিন আগে কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করেছিল ব্রাজিলের মার্কেটে। সেখানে এই ফোনটির দাম রাখা হয়ছিল R$2.499,10। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চির FHD Plus ম্যাক্স ভিসন ডিসপ্লে। এই ফোনটি চলবে Snapdragon 730G চিপসেটের সাথে। সাথে ফোনটিতে দেওয়া হবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে ৬৪mp এর প্রাইমারী ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য এই স্মার্টফোনে থাকবে ১৬mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য রয়েছে ৫,০০০mAh এর ব্যাটারি এবং সাথে রয়েছে ৩০w এর Turbopower ফাস্ট চার্জিং এর সাপোর্ট।