এইবার Moto G 5G এবং Moto G9 Power এর পরে পর্দা তোলা হতে পারে Moto G Play এর থেকে। কোম্পানি এখনও এই বিষয়ে কোনও তথ্য জানালেও লিক থেকে জানা গিয়েছে বেশ কিছু তথ্য। লিস্টিং থেকে ফোনটির এর প্রসেসর এবং অন্যান্য তথ্যগুলি সম্পর্কে জানা গিয়েছে, জানা গিয়েছে ফিচার সম্পর্কেও।
Mysmartprice অনুসারে, মোটোরলার মোটো G Play কে গুগল প্লে কন্সোলে লিস্ট করা হয়েছে। সেই লিস্টিং থেকে জানা গিয়েছে Snapdragon 460 প্রসেসর এবং ৩ জিবি র্যাম।
স্পেসিফিকেশন
গুগল কন্সোল লিস্টিং থেকে জানা গিয়েছ যে এই ফোনে দেওয়া হবে Snapdragon 460 প্রসেসর। সাথে থাকবে ৩ জিবি র্যাম। লিস্টিং থেকে জানা গিয়েছে যে HD+ ডিসপ্লে এবং রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল।
পাওয়ার প্রদানের জন্য এই ফোনে দেওয়া হবে ৪,৮৫০mAh এর ব্যাটারি। সাথে থাকবে ২০w এর ফাস্ট চার্জিং সাপোর্ট। স্ক্রীন হিসেবে ফোনটিতে দেওয়া হবে ৬.৫৫ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে।