Lenovo K12 কে কোম্পানি কিছু সপ্তাহ আগে লঞ্চ করে দেওয়া হয়েছে। এইবার কোম্পানি স্মার্টফোনটিকে লঞ্চ করতে পারে চীনের বাইরে। Moto E7 কে কোম্পানি সবচেয়ে আগে ইউরোপে লঞ্চ করেছিল। তবে অনুমান করা হচ্ছে যে কোম্পানি আবার তাদের এই স্মার্টফোনটিকে মোটো ই সেভেন নামে লঞ্চ করবে। সম্প্রতি এই রি ব্র্যান্ডেড ভার্শন কে সোশ্যাল মিডিয়াতে লিস্ট করে দিয়েছিলেন কিছু টিস্টার। গ্লোবাল মার্কেটে এর দাম 119.99 ইউরো রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। ইউরোপ মার্কেটে লঞ্চ মোটো E7এর দামের সমান।
স্পেসিফিকেশন
Moto E7 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনটি চলবে Mediatek Helio G25 SoC চিপসেটের ওপরে। Android ১০ বেসড এই ফোনে দেওয়া হয়েছে ৪,০০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১০ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট ও। ফোনটিকে কোম্পানি লঞ্চ করেছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে৷ তবে গ্রাহক মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।
চলুন এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। সেলফির জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫ mp এর ক্যামেরা। অন্যদিকে প্রাইমারী ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৪৮ mp এর ডুয়াল ক্যামেরা সেট আপ। সেকেন্ডারি রিয়ার ক্যামেরা হিসেবে একটি ২mp এর ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে৷ বলা বাহুল্য, এই ফোনটিকে কোম্পানি সম্প্রতি ইউরোপীয় মার্কেটে লঞ্চ করেছে৷ তবে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই কোম্পানি এই ফোনটিকে ভারত তথা বাকি দেশ গুলিতেও লঞ্চ করবে।