এই ২০২০; সালে মটোরোলা বেশ কিছু নতুন স্মার্টফোন নিয়ে বাজারে আসতে চলেছে। সম্প্রতি, ফ্লিপকার্টে প্রকাশিত একটি ছোট টিজারে মনে করা হচ্ছে যে, আগামী ২৪ আগস্ট ভারতে মোটোরোলা নিয়ে আসতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন। এই স্মার্টফোন বিক্রি হবে ফ্লিপকার্টে। তবে যদিও এখনও এই স্মার্টফোনের নাম এর ব্যাপারে কিছু জানা যায়নি।
কিছুদিন আগেই মটোরোলা ভারতে লঞ্চ করেছিল তাদের স্মার্টফোন One Fusion Plus। এই স্মার্টফোনে আমরা দেখতে পেয়েছিলাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর এবং সঙ্গে ৬৪ মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। সঙ্গে ছিল ফাস্ট চার্জিং ক্ষমতা বিশিষ্ট ৫,০০০ mAh ব্যাটারি। এই স্মার্টফোনের দাম ছিল ১৬,৯৯৯ টাকা।
প্রথমে One Fusion+ এর আপগ্রেড করা ভার্সন মনে হলেও আদতে এই স্মার্টফোন হবে একটি এন্ট্রি লেভেল অথবা মিড রেঞ্জের স্মার্টফোন। এখনো তেমন ভাবে ফ্লিপকার্ট এর তরফ থেকে কিছু জানানো হয়নি। ফ্লিপকার্ট বর্তমানে ক্রেতাদের কাছ থেকে তাদের মতামত জানতে চাইছে।
ফ্লিপকার্টে বর্তমানে বেশ কিছু প্রশ্ন ক্রেতাদের উদ্দেশ্যে করা হয়েছে। তার মধ্যে রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি, ডিসপ্লে সাইজ, চিপসেট পারফরম্যান্স, ক্যামেরা সেটআপ এবং আরো বেশ কিছু জিনিস। মনে করা হচ্ছে এই নতুন স্মার্টফোনেও থাকবে ৫,০০০ mAh ব্যাটারি। এছাড়া বিশেষজ্ঞদের ধারণা, এই স্মার্টফোনে থাকছে ৬.৩ ইঞ্চি স্ক্রিন, স্নাপড্রাগণ চিপসেট, ৪৮ মেগা পিক্সেল এর ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট। এই স্মার্টফোনটি Moto E অথবা G সিরিজের একটি স্মার্টফোন হতে পারে।
আগে জানানো স্পেসিফিকেশন সম্পূর্ণরূপে একটি ধারণার উপর তৈরি করা হয়েছে। কোনভাবেই এটি আসল স্পেসিফিকেশন নয়। তবে, আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ ২৪ আগস্ট আমরা এই স্মার্টফোনের বাকি স্পেসিফিকেশন আপনাদেরকে জানিয়ে দিতে পারব। তবে তার আগে লেনোভোর অধিগৃহীত কোম্পানি মোটোরোলা তাদেরই নতুন স্মার্টফোনের ব্যাপারে আরো কিছু তথ্য ফাঁস করতে পারে।