শুক্রবার Motorola লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Moto G9 Power। অর্থাৎ ভারতে ৮ ডিসেম্বর লঞ্চ হবে এই ফোনটি। ই কমার্স সাইট ফ্লিপকার্টে ১২ টার সময় এই ফোনটিকে কেনার জন্য উপলব্ধ করবে কোম্পানি। বলা বাহুল্য, বহু আগে কোম্পানি হতে এই ফোনটিকে লিস্ট করে দেওয়া হয়েছিল ফ্লিপকার্টে।
Moto G9 Power কে কিছু মাস আগে লঞ্চ করা হয়েছিল ইউরোপীয় মার্কেটে। সেখানে এই ফোনটির দাম রাখাঁ হয়েছিল ১৯৯ ইউরো অর্থাৎ ভারতীয় হিসেবে ১৭,৪০০ টাকার সমান। এই ফোনটিকে লঞ্চ করা হয়েছিল দুটি রঙের বিকল্পের সাথে।
স্পেসিফিকেশন
অনুমান করা হচ্ছে যে কোম্পানি তাদের এই Moto G9 Power ফোনটিকে লঞ্চ করবে বাজেট সেগমেন্টে। এই ফোনটিতে দেওয়া হবে Qualcomm Snapdragon 662 Soc প্রসেসর। Moto G9 Power এ থাকতে চলেছে ৬.৮ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন হতে চলেছে ৭২০X১৬৪০ পিক্সেল। Android 10 এর ওপর বেস করে চলবে এই ফোনটি, যেখানে দেওয়া হবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে দেওয়া হবে ৬৪ mp এর একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। যেখানে থাকব একটি ২ mp এর ম্যাক্রো লেনস এবং একটি ২ mp এর ডেপথ সেন্সার। ফোনটিকে পাওয়ার প্রদানের জন্য কোম্পানি তরফ থেকে ফোনটিতে দেওয়া হতে চলেছে ৬০০০mAh এর ব্যাটারি। সাথে দেওয়া হতে চলেছে ২০ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। অনুমান করা হচ্ছে যে ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে ১৫,০০০ টাকার থেকে কম দামে।