Motorola আগামী সপ্তাহে ৩০ এ নভেম্বর দুপুর ১২ টার সময় ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন 5G স্মার্টফোন। বিশেষজ্ঞদের মতে এই ফোনটিকে বাজেট দামে লঞ্চ করবে Motorola। এই ফোনটির নাম Moto G 5G,। মিড রেঞ্জ সেগমেটে এই ফোনটিকে লঞ্চ করবে কোম্পানি। জানা গিয়েছে যে ফোনটি লঞ্চ করা হবে ই কমার্স সাইট ফ্লিপকার্টে। তবে লঞ্চের সাথে সাথেই অ্যামাজনেও বিক্রি করা হবে ফোনটিকে।
কত হবে দাম?
ভারতে এই ফনটিকে লঞ্চ করা হবে OnePlus Nord এর সাথে টক্কর দিতে। সেই অনুযায়ী অনুমান করা হচ্ছে যে ফোনটির দাম রাখা হবে ২৫,০০০ টাকার আশেপাশে।
স্পেসিফিকেশন
Moto G 5G এর স্পেসিফিকেশন এর কথা বলে তো Motorola এর এই ফোনটিতে থাকতে চলেছে Snapdragon 750G SoC প্রসেসর। সাথে অনুমান করা হচ্ছে যে এই ফোনটিতে ৬.৭ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে। সাথে থাকতে পারে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। Moto G 5G এর ক্যামেরার কথা বললে, এটিতে থাকতে পারে ৪৮ mp এর ক্যামেরা। এর সাথে থাকবে ৮ mp এর ডেপথ সেন্সার এবং ২ mp এর মাইক্রো লেনস।
Moto G 5G তে দেওয়া হবে ১৬ mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য ৫,০০০ mAh এর ব্যাটারি। অন্যদিকে ফোনটিতে দেওয়া হতে পারে ২০ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। অনুমান করা হচ্ছে যে ফোনটিকে কোম্পানি ২৫,০০০ টাকার মধ্যে লঞ্চ করবে।