অনেক অপেক্ষার পরে অবশেষে ভারতে লঞ্চ হয়ে গেল Moto G 5G ফোনটি। গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন জনপ্রিয় ই কমার্স সাইট Flipkart হতে৷ Motorola এর এই ফোনে গ্রাহক পাবেন ৫জি কানেকটিভিটি। ৬.৭ ইঞ্চির ডিসপ্লের এই ফোনে দেওয়া হয়েছে Snapdragon 750G প্রসেসর। চলুন জানা যকাক ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত ভাবে,
দাম
Moto G 5G এর ৬ জিবি +১২৮ জিবি বিকল্পটির দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। অন্যদিকে ফোনটির ৪ হাজার টাকার ডিসকাউন্ট এর সাথে কিনতে পারবেন গ্রাহক এই ফোনটিকে। এছাড়াও স্মার্টফোনটিকে SBI এর এবং Axis bank এর কার্ড দিয়ে কিনলে গ্রাহক পাবেন ৫% অতিরিক্ত ছাড়। অন্যদিকে HDFC Bank এর কার্ড ব্যবহারে দেওয়া হবে অতিরিক্ত ১,০০০ টাকার ছাড়।
স্পেসিফিকেশন
Motorola এর Moto G 5G তে দেওয়া হয়েছে ৬,৭ ইঞ্চির ফুল Hd+ LTPS ডিসপ্লে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ এর ওএস এর ওপরে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Snapdragon 750G এর প্রসেসর। ফোনটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম। এইবার কথা বলা যাক ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০mAh এর ব্যাটারি। সাথে দেওয়া হয়েছে ২০w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।