Motorola লঞ্চ করতে চলেছে তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন Moto G 5G। ফোনটিকে লঞ্চ করা হবে কালকে অর্থাৎ ৩০ এ নভেম্বর। ফোনটির থেকে পর্দা উঠবে কাল দুপুর ১২ টার সময়। বলা বাহুল্য, Moto G 5G কে এই মাসে ইউরোপীয় মার্কেটে লঞ্চ করা হয়েছিল Moto G9 Power এর সাথে। বলা বাহুল্য, Moto G9 Power কে ইতিমধ্যেই কোম্পানি লঞ্চ করা হয়েছে ভারতে।
Moto G 5G এর দাম (সম্ভাবনা)
Motorola এর স্মার্টফোন Moto G 5G কে ইউরোপ মার্কেটে ৪জিবি+৬৪জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে ২৯৯.৯৯ ইউরো দামে। অর্থাৎ ভারতে দাম হচ্ছে ২৬,৩০০ টাকা। তবে ভারতে এই ফোনটিকে কম দামে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে ২৫,০০০ টাকার আশেপাশের দামে।
Moto G 5G এর স্পেসিফিকেশন
Motorola এর Moto G 5G তে দেওয়া হয়েছে ৬,৭ ইঞ্চির ফুল Hd+ LTPS ডিসপ্লে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ এর ওএস এর ওপরে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Snapdragon 750G এর প্রসেসর। ফোনটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম। এইবার কথা বলা যাক ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০mAh এর ব্যাটারি। সাথে দেওয়া হয়েছে ২০w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।