শুক্রবার ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল জনপ্রিয় মোবাইল নির্মাতা কোম্পানি Motorola। তাদের এই নতুন স্মার্টফোনের নাম Moto E7 Power। খুবই সস্তায় ফোনটি হাজির হয়েছে ভারতে। Moto এর মডেলের দুটি স্টোরেজ বিকল্পও রয়েছে। যথা- ৪ জিবি র্যাম এবং ২ জিবি র্যাম। এই দুটি ভ্যারিয়্যান্টসের দাম যথাক্রমে ৭,৪৯৯ টাকা এবং ৮,২৯৯ টাকা।
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, Moto E7 Power ফোনটি ১০০% ভারতে তৈরি। ফোনটি গ্লোবাল লঞ্চিংয়ের আগেই কেবল ভারতে নিয়ে আসা হয়েছে। স্মার্টফোনের দুটি রঙ তাহিতি ব্লু এবং কোরল রেড। ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে শুরু হয়ে যাবে Moto E7 Power এর সেল,কেবল ফ্লিপকার্টে।
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Max Vision Hd+ ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G25 Octa Core চিপসেট। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ mAh। সাথে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং এর সাপোর্ট। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৫mp এর সামনের ক্যামেরা। অন্যদিকে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ mp এর একটি ক্যামেরা।