জনপ্রিয় টেক কোম্পানি Motorola লঞ্চ করে দিয়েছে তাদের অন্যতম ফোন Moto E7। এটি একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করেছে কোম্পানি। এই ফোনটি জনপ্রিয় ফোন E7 Plus এর একটি সস্তা ভার্সান হিসেবে আনা হয়েছে মার্কেটে। কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করেছে ১৯৯.৯৯ ইউরো দামে। অর্থাৎ ভারতীয় হিসেবে ফোনটির দাম ১০,৫৫০ টাকা। ফোনটিকে লঞ্চ করা হয়েছে ৩ টি রঙের বিকল্পে। রঙ গুলি হল Aqua Blue, Mineral Grey এবং Satin Coral। বলা বাহুল্য, খুব শীঘ্রই কোম্পানি ভারতে লঞ্চ করবে তাদের আরেকটি ফোন। অনুমান করা হচ্ছে যে সেই ফোনটি Moto G 5G হবে। এই ফোনটি লঞ্চ করা হবে 5G কানেক্টিভিটির সাথে। অর্থাৎ বলা চলে যে Motorola কেবল বাজেট সেগমেন্ট নয়, কাঁপাতে চলেছে বাকি সেগমেন্ট গুলি ও। এইবার চলুন আলোচনা করা যাক Moto E7 এর ফিচার সম্পর্কে,
স্পেসিফিকেশন
Moto E7 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনটি চলবে Mediatek Helio G25 SoC চিপসেটের ওপরে। Android ১০ বেসড এই ফোনে দেওয়া হয়েছে ৪,০০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১০ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট ও। ফোনটিকে কোম্পানি লঞ্চ করেছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে৷ তবে গ্রাহক মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।
চলুন এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। সেলফির জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫ mp এর ক্যামেরা। অন্যদিকে প্রাইমারী ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৪৮ mp এর ডুয়াল ক্যামেরা সেট আপ। সেকেন্ডারি রিয়ার ক্যামেরা হিসেবে একটি ২mp এর ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে৷ বলা বাহুল্য, এই ফোনটিকে কোম্পানি সম্প্রতি ইউরোপীয় মার্কেটে লঞ্চ করেছে৷ তবে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই কোম্পানি এই ফোনটিকে ভারত তথা বাকি দেশ গুলিতেও লঞ্চ করবে।